Privacy Policy
শেষ আপডেটঃ ৭ আগস্ট ২০২৩

উৎকর্ষ হলো অন্যরকম এডটেক লিমিটেডের একটি ব্যবসায়িক পরিষেবা। আমরা আপনার ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তাকে সম্মান করি এবং এই ব্যাপারে যথাযথ নিরাপত্তা এবং সাবধানতা বজায় রাখি।

১. তথ্য সংগ্রহ এবং ব্যবহার

আমরা আপনার কাছ থেকে বিভিন্ন উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করতে পারি। তথ্য সংগ্রহের মূল উদ্দেশ্য আপনি যেন আমাদের কাছ থেকে সর্বোত্তম সেবাটা পান, তা নিশ্চিত করা। সংগ্রহকৃত তথ্যের মধ্যে থাকতে পারে ই-মেইল, ঠিকানা, নাম, ফোন নাম্বার ইত্যাদি।

২. তথ্যের ব্যবহার

উৎকর্ষ আপনার দেয়া তথ্য ব্যবহার করে বিভিন্ন উদ্দেশ্যে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনার সাথে যোগাযোগ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের সেবার মানোন্নয়ন করার কাজে তা ব্যবহার করা হতে পারে।

৩. তথ্য সংরক্ষণ

আপনার ব্যক্তিগত তথ্য যতদিন প্রয়োজন পড়ে, ততদিন আমরা সংরক্ষণ করতে পারি।

৪. তথ্যের নিরাপত্তা

আপনার তথ্যের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করবো। তবে ইন্টারেন্টে রক্ষিত কোনো তথ্যেরই ১০০% সুরক্ষা নিশ্চয়তা দেয়া সম্ভব হয় না। তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেবো আপনার তথ্যের যথাযথ নিরাপত্তার এবং গোপনীয়তার জন্যে।

৫. আপনার অধিকার

আপনি যেকোনো সময় আমাদের সাইটে লগ ইন করে আপনার ব্যক্তিগত তথ্য হালনাগাদ, সম্পাদনা এবং মুছে দেয়ার অধিকার রাখেন।

৬. তৃতীয় পক্ষের হস্তক্ষেপ

আমাদের সেবার মান উন্নয়ন করার জন্যে আমরা আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষকে বিশ্লেষণের জন্যে দিতে পারি।

৭. প্রাইভেসি নীতিতে পরিবর্তন

আমরা আমাদের প্রাইভেসি নীতিতে পরিবর্তন আনতে পারি। সেরকম ক্ষেত্রে তা আপনাকে অবহিত করা হবে।

৮. যোগাযোগ

আপনার যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে [email protected] এ যোগাযোগ করুন।


Last Updated: 7 August 2023

www.utkorsho.tech/privacy This page informs you of our policies regarding the collection, use, and disclosure of personal data when you use our Service and the choices you have associated with that data.

1. Information Collection And Use

We collect several different types of information for various purposes to provide and improve our Service to you. The types of collected information might include your email address, name, phone number, address, etc.

2. Use of Data

Utkorsho uses the collected data for various purposes such as providing the Service, identifying and communicating with you, responding to your requests/inquiries, improving our services.

3. Data Retention

We will retain your Personal Data only for as long as is necessary for the purposes set out in this Privacy Policy.

4. Data Security

The security of your data is important to us but remember that no method of transmission over the Internet or method of electronic storage is 100% secure. We strive to use commercially acceptable means to protect your Personal Data.

5. Your Rights

You have the right to access, update, or delete your personal information at any time.

6. Service Providers

We may employ third-party companies and individuals to facilitate our Service, to provide the Service on our behalf, or to assist us in analyzing how our Service is used.

7. Changes to This Privacy Policy

We may update our Privacy Policy from time to time. We will notify you of any changes by posting the new Privacy Policy on this page.

8. Contact Us

If you have any questions about this Privacy Policy, please contact us by email: [email protected]